প্রসঙ্গঃ জিয়ার হিলাল ই জুরাত প্রাপ্তি
অফলাইন অনলাইনে বিভিন্ন লেখায় জিয়ার জীবনীতে উল্লেখ আছে জিয়া ১৯৬৫ সালের যুদ্ধে হিলাল ই জুরাত পদক পেয়েছিলেন। এটি পাকিস্তানের ২য় প্রধান সন্মান সুচক খেতাব। আইউব খান যুদ্ধের পরপর যে কয়জনের খেতাব দিয়ে প্রজ্ঞাপন জারী করেছিলেন তাতে জিয়ার নাম নেই। কোন বাঙ্গালী পাকিস্তান আমলে যুদ্ধের তিন খেতাবের একটিও অর্জন করেননি। যুদ্ধ খেতাবের বাহিরে সেনাবাহিনীর অভ্যন্তরীণ আরও ১৪-১৫ টি খেতাব আছে। সেগুলির ৬ষ্ঠ বা সপ্তম গ্রেডের মর্যাদা সম্পন্ন কোন কোন খেতাব পেয়েছিলেন কিছু বাঙ্গালী এনসিও। পরবর্তীতে প্রতি বছর প্রতিরক্ষা দিবসে সে সকল বীরদের ছবি পত্রিকায় ক্রোড়পত্র আকারে প্রকাশ হয় সেখানেও জিয়ার ছবি নেই। ৬৫ এর যুদ্ধে খেতাব প্রাপ্ত ৪৩-৪৪ ক্রমিকের ইস্ট বেঙ্গল এনসিও দুজন অবাঙালী। এরা যদি বাঙালী হত তাহলে তাদের উপর আলাদা প্রতিবেদন হত।