You dont have javascript enabled! Please enable it! অক্টোবর ১৯৬৫ঃ ছবিটি নিউক্লিয়াস বা বিএলএফ বা জয়বাংলা বাহিনী নয় - সংগ্রামের নোটবুক

অক্টোবর ১৯৬৫ঃ ছবিটি নিউক্লিয়াস বা বিএলএফ বা জয়বাংলা বাহিনী নয়।

এরা ৬৫ সালের দেশপ্রেমিক বাঙ্গালী ছাত্র মুজাহিদ। জয় বাংলা বাহিনীর প্রশিক্ষন যেখানে যেভাবে হয়েছিল ঠিক ৬ বছর পূর্বে তাদের পূর্ব পুরুষরা দেশপ্রেমে উজ্জীবিত হয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুতি নিয়েছিল। তত দিনে যুদ্ধ শেষ।