প্রসঙ্গঃ কাগমারী সম্মেলনে মওলানা ভাসানীর আসসালামু আলাইকুম
মওলানা ভাসানীর কাগমারী সম্মেলনে দেয়া আসসালামু আলাইকুম বলাকে অনেকেই বলত বা বলছে তিনি পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলেছেন। অনেকে একেই স্বাধীনতার ঘোষণাও বলে থাকে। আসলে তিনি তা বলেছিলেন একই অনুষ্ঠানে উপস্থিত তার কেন্দ্রীয় নেতা হোসেন শহীদ সোহরাওয়ারদীকে। তার মানে তিনি বুঝাতে চেয়েছিলেন মার্কিন ঘেঁষা পররাষ্ট্রনীতি বহাল থাকলে তোমাদের সাথে আমি আর নেই। এটা আমার নতুন কথা নয় আমি এ প্রসঙ্গে নজরে পড়া যত পোস্ট আছে সব খানেই তা বলেছি। কাগমারী সম্মেলনের পত্রিকা কাটিং টা এতদিন আমার কাছে ছিল না তাই নির্ভরযোগ্য সুত্র দেয়া সম্ভব হয়নি। সম্মেলনে ভাসানী যা বলেছেন তা কায়েদে আজম, লিয়াকত আলী খান, খাজা নাজিম উদ্দিন স্টাইলেই বলেছিলেন। ৭১ সালে এধরনের ভাষণ দিতেন ফজলুল কাদের চৌধুরী, নুরুল আমিন, গোলাম আজম, খান সবুর, মওলানা সিদ্দিক, ফরিদ আহমেদরা। ইমেজে পড়ে নিন ভাসানী কি বলেছিলেন।