You dont have javascript enabled! Please enable it! আগা এইচ আমীন - সংগ্রামের নোটবুক

আগা এইচ আমীন

আগা এইচ আমীন জিয়াউর রহমানের বন্ধুদের সাথে সম্পর্কের সুত্রে তিনি জিয়ার অনেক গোপন তথ্য জানতেন। তা ছাড়া পাকিস্তান আমলের বন্ধুরা জিয়ার ক্ষমতা কালে অনেক বিষয়েই প্রভাব খাটাতেন। তাদের সাথে জিয়ার ছিল সুসম্পর্ক এবং যোগাযোগ ছিল। এরকম দুএকজনের ফেসবুক স্ট্যাটাস অনেক আমি দেখেছিলাম। জিয়ার বন্ধুরা মুলত ফেলে যাওয়া পাকিস্তানী এবং বাংলাদেশে বৈরী আচরনের শিকার পাকিস্তানে আশ্রিত বাঙ্গালীদের স্বার্থের জন্য প্রভাব খাটাতেন। এ ধরনের প্রভাবে অনেকেই সুবিধা পেয়েছিলেন তখন। জিয়ার মুক্তিযুদ্ধে অংশ নিয়ে এবং তার পিতার ৭১ পরবর্তী অবস্থান নিয়ে তার পুত্রের একটি স্ট্যাটাস কতটুকু গ্রহণযোগ্য হতে পারে তা জানতে আগা এইচ আমিনকে অবশ্যই জানতে হবে। আগা এইচ আমীন পৃথিবীর সেরা যুদ্ধ বিশারদদের একজন।

তিনি পাকিস্তানে প্রশিক্ষক হিসেবে খ্যাতি যেমন লাভ করেছিলেন তেমনি আন্তজার্তিক যুদ্ধ ভাষ্যকার হিসেবেও প্রতিষ্ঠিত। তিনি ভারত, বাংলাদেশ, আফগানিস্তান, ইরাক, ইরান, মধ্যপ্রাচ্য যুদ্ধ নিয়ে ৬০-৭০ টি বই লিখেছেন। প্রবন্ধ লিখেছেন ৫০০০ এর অধিক। তার বই গুলো খ্যাতি সম্পন্ন ওয়েব গুলোতে শোভা পাচ্ছে। তার বই সকল সেনা প্রশিক্ষন কেন্দ্র সমুহের লাইব্রেরীতে স্থান পায়। তার বইয়ের প্রসংশা করে সিআইএ বিভিন্ন দেশ থেকে অভিনন্দন জানায়। আমি হিলি, কুষ্টিয়া যুদ্ধের উপর তার অনেক লেখা পড়েছি। অনেক ভাল এবং বাস্তব লেখা লিখেছিলেন। মেজর ডালিমের সাথে তিনি যৌথ ভাবে একটি বই লিখেছেন। বাংলাদেশের সকল পাকিস্তানপন্থী আর্মি অফিসারদের সাথে তার নিবিড় সম্পর্ক ছিল এবং আছে।