You dont have javascript enabled! Please enable it! পুরাতন গনভবন - সংগ্রামের নোটবুক

পুরাতন গনভবন

১৯৬১ সালে রানী এলিজাবেথের পূর্ব পাকিস্তান সফর উপলক্ষে ৩০ হেয়ার রোডে ভবনটি নির্মাণ করা হয়। ভবনটির স্থাপত্য নকশা চামেলি ভবনের অনুরূপ রাখা হয়। পরবর্তীতে এ ভবনটি প্রেসিডেন্ট হাউজ নামে ব্যাবহার হতে থাকে। পূর্ব পাকিস্তান সফরে প্রেসিডেন্ট আইউব খান এ ভবনেই অবস্থান করতেন। এখানেই বিভিন্ন সভা, বৈঠক, সংবর্ধনা অনুস্থানাদি হতো। একই ভাবে প্রেসিডেন্ট ইয়াহিয়াও এ ভবন ব্যাবহার করতেন। এ ভবনেই ১৬ মার্চ শেখ মুজিব ইয়াহিয়া আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। ৭১ সালের ২২ ডিসেম্বর প্রবাসী সরকার ঢাকা পৌছার পর এখানেই অবস্থান করেন এবং ২৩ ডিসেম্বর তাদের প্রথম সাংবাদিক সাক্ষাৎকার প্রদান করেন। ১০ জানুয়ারী শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে এসে এখানে মন্ত্রীসভার প্রথম বৈঠক, প্রথম সাংবাদিক সম্মেলন, প্রথম সাক্ষাৎকার দেন।

শেখ মুজিব ধানমণ্ডির ১৮ নং সড়কের ভাড়া বাসায় কিছুদিন অবস্থান করার পর এখানে উঠার মনস্থ করেন কিন্তু পরিবার ধানমণ্ডির বাসায় অবস্থান করবে সিদ্ধান্ত নিলে এটি তিনি বাসভবন কাম অফিসে রুপান্তর করেন। তখন এর নাম দেয়া হয় গনভবন। ২য় রাজধানী প্রকল্প অনুযায়ী সরকার প্রধানের জন্য শেরে বাংলা নগরে নতুন ভবন নির্মাণ শুরু হয় এবং ৭৩ সালের শেষে তা প্রধানমন্ত্রীর অফিস কাম বাসভবন হিসাবে ব্যাবহার শুরু হয়। তখন থেকে ৩০ হেয়ার রোডের বাসার নাম হয় পুরাতন গনভবন। ভবন ছেড়ে দেয়ার পর এ বাড়ীতে উঠেন ক্যাপ্টেন মনসুর আলী। এ বাসভবন ঘেরাও করতে গিয়ে ১৯৭৪ সালের ১৭ মার্চ ঢাকায় ব্যাপক গোলযোগ হয়েছিল। আরও পরে এ ভবনের নাম দেয়া হয় রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধা।