You dont have javascript enabled! Please enable it!

নভেম্বর ১৯৬৩ঃ কয়েকমাস আগে ২য় রাজধানী প্রকল্পের চূড়ান্ত অনুমোদন হয়।

এর পর পর দুটি রাস্তা একটি গেট নির্মাণ করা হয়। ২য় রাজধানীর নামকরণ করা হয় আইউব নগর। এলাকাটি তখনও গ্রাম। সার্ভে অব বাংলাদেশের টপো শিট অনুযায়ী এলাকাটির উত্তরভাগ ছিল জলামগ্ন এলাকা।