You dont have javascript enabled! Please enable it!

৬৫ এর পাক ভারত যুদ্ধে মওলানা ভাসানী

৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পুর্নাঙ্গ পাক ভারত যুদ্ধের সময় সকল রাজনৈতিক নেতাই নীরব ছিলেন বা নীরব থেকেই পাকিস্তানের পক্ষে কাজ করেছেন। কিন্তু সবচে বেশী দেশপ্রেম দেখিয়েছিলেন ভাসানী। তিনি ভারতের বিরুদ্ধে বলতে সারা দেশ চষে বেড়িয়েছিলেন। পত্রিকাওয়ালারা অবশ্য এ সময় রাজনীতিবিদদের তেমন কভারেজ দেননি। তারপরও ভাসানীকে ভালই কভারেজ দিয়েছেন। ১০ সেপ্টেম্বর তিনি সন্তোষ থেকে এক বিবৃতিতে বলেন অন্যায়ের বিরুদ্ধে সত্য এর জয় অবশ্যম্ভাবী। ১৪ সেপ্টেম্বর ঈশ্বরদীতে বলেন ভারতীয় যুদ্ধবাজদের নিকট জাতি এক ইঞ্চি ভুমি ছেড়ে দিবে না। ২৬ সেপ্টেম্বর তিনি ফরিদপুরে বলেন ভারত যুদ্ধবিরতি করলেও আমাদের সব সময় প্রস্তুত থাকতে হবে। তিনি গভর্নরের প্রতিরক্ষা তহবিলে মুক্ত হস্তে দান করার জন্য প্রদেশ বাসীর নিকট আবেদন জানান। পাবনার সভায় ন্যাপ জেলা সম্পাদক আব্দুল মতিন বক্তব্য দেন।

নোটঃ আব্দুল মতিন ভাষা সৈনিক

 

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!