You dont have javascript enabled! Please enable it! অক্টোবর ১৯৭২ঃ পূর্ব জার্মানীতে দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরেন ক্যাপ্টেন শমশের মুবিন চৌধুরী - সংগ্রামের নোটবুক

অক্টোবর ১৯৭২ঃ পূর্ব জার্মানীতে দীর্ঘদিন চিকিৎসা শেষে দেশে ফিরেন ক্যাপ্টেন শমশের মুবিন চৌধুরী।

১১ এপ্রিল ৭১ কালুরঘাট যুদ্ধে তিনি আহত হন এবং পাক বাহিনীর হাতে গ্রেফতার হন। পাক বাহিনীর হেফাজতে থাকাকালীনও তিনি চিকিৎসাধীন ছিলেন। তিনি পূর্ব জার্মানী যাওয়া প্রথম দলের সর্বশেষ সদস্য।