১৪ ডিসেম্বর ১৯৭৩ঃ দালাল ও নক্সালদের জন্য ভাসানীর লম্ফজম্ফ
পল্টন ময়দানে ভাষণে দালালদের অন্যান্য নাগরিকদের মতই সমান বলে দাবী করেন এবং দালাল আইন সংক্রান্ত দুতি প্রেসিডেন্সিয়াল আদেশ বাতিলের দাবী জানান। একই সাথে নক্সালদের কার্যকলাপ দেশ বিরোধী নয় বলে জানান তার বয়স ৯১ না হলে তিনি নিজেই নক্সালের রাজনীতি করতেন। তিনি নক্সালদের ১৬ ডিসেম্বর ডাকা কালো দিবস ও হরতাল সমর্থন করে বলেন ১৬ ডিসেম্বর আনন্দের দিন নয় তা কান্নার দিন। তিনি থানা ফাঁড়ি লুটের সমর্থন করে উল্টা রক্ষী বাহিনীকে নির্যাতন কারী আখ্যায়িত করেন। তিনি নক্সালদের জন্য দোয়া করেন। মওলানার ঘোষণার পরদিন রাতে শহরের বিভিন্ন স্থানে নক্সালদের সন্ত্রাসী তৎপরতা শুরু হয়ে যায়। এর মধ্যে আছে খিলগাঁও এ রেল লাইনে বোমা বিস্ফোরণ। মানিকগঞ্জে রীতিমতো বন্দুক যুদ্ধ শুরু হয়ে যায়। মুনশিগঞ্জের লৌহজং থানা লুট করার প্রচেষ্টা হয়। মতিঝিল ইন্ডিয়ান এয়ারলাইন্স অফিসের সামনে, সদরঘাট টার্মিনালে বোমা বিস্ফোরণ ঘটানো হয়।