১৬ ডিসেম্বর ১৯৭৩ঃ শেখ কামাল সহ ৬ ছাত্র আহত
বিজয়ের ২য় বার্ষিকীতে দেশে বর্ণাঢ্য কর্মসূচী নেয়া হয়। ৭৩ সালের অনুষ্ঠানের মত দেশে এখনো এ ধরনের কর্মসূচী নেয়া হয়নি। ১৬ ডিসেম্বরকে কাল দিবস ঘোষণা করে এদিন উগ্রপন্থী গোপন সংগঠন গুলো হরতাল ডাকে ভাসানি এ হরতাল সমর্থন করেন এবং তাদের জন্য দোয়া করেন। ১৫ ডিসেম্বর রাতেই সারা দেশে বোমাবাজী শুরু করা হয়। নির্বিঘ্নে ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান সম্পন্ন করার জন্য পুলিশ রক্ষীবাহিনী শহরে চিরুনি অভিযান পরিচালনা করে। ফলে ১৬ তারিখে আর কিছু ঘটেনি। রাতে শেখ কামালের ৬ বন্ধুরা ওয়ারির একটি পত্রিকা অফিস থেকে আড্ডা দিয়ে বেরুনোর পর মতিঝিলে তাদের মাইক্রোবাসের গতিপথে পুলিশের একটি এম্বুশ হয়। একদল সন্ত্রাসী পুলিশের উপর হামলা করে এ পথেই পালিয়ে যাচ্ছিল। পুলিশ তাদের ধাওয়া করছিল। গাড়ীর চলাচলের ধরন দেখে পুলিশ এ গাড়ীকেও সন্দেহে আনে এবং এর উপরও গুলীবর্ষণ করে। ফলে সবাই গুলিবিদ্ধ হয় তবে গুরুতর নয়। সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। তারা সবাই ছাত্র তাদের নাম বরকত, তারেক, শাহীন, সিরাজ ও মনির।
নোটঃ সে সময়কালে রাত ৮ – ৯ টায় অধিক রাত বলে গণ্য হত এবং রাস্তাঘাট ফাকা হয়ে যেত। রাতে এসময় দোকানপাট বন্ধ হয়ে যেত। আর সেদিন ছিল সরকারী ছুটির দিন। ঘটনাস্থলের কাছে পল্টন ময়দানে সমরাস্র প্রদর্শনী ছিল বলে এ এলাকায় পুলিশ খুব বেশী তৎপর ছিল। ৭৩ সালের ১৬ ডিসেম্বরের বিভিন্ন কর্মসূচীর উপর আওয়ামী লীগ / ফিল্ম আর্কাইভ / বিটিভি এর ৪-৫টি ভিডিও ক্লিপ ইউটিউবে আছে।