১৪ ডিসেম্বর ১৯৭৩ঃ রবার্ট পেনি শেখ মুজিবের সাক্ষাৎকার নিয়েছেন
বিজয়ের ২য় বার্ষিকীর প্রাক্কালে ঢাকা সফররত মার্কিন প্রখ্যাত জীবনী লেখক রবার্ট পেনি শেখ মুজিবের একটি সাক্ষাৎকার গ্রহন করেছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম সফর করছেন। সেখানে তার সাথে সাক্ষাৎ হয় দৈনিক বাংলার এক সাংবাদিকের। পেনি জানান তার পিতা স্তিভেন পেনি ব্রিটিশ নৌ বাহিনীর নেভাল আর্কিটেক্ট ছিলেন। তিনি সর্বদাই দক্ষিন ও দক্ষিন এশিয়ার রাজনীতি ও রাজনীতিবিদ সম্পর্কে আগ্রহ দেখাতেন। তিনি তার জীবদ্দশায় শেখ মুজিবের প্রতি আগ্রহী হয়ে উঠেন এবং তার কাছ থেকে মুজিব সম্পর্কে জানার চেষ্টা করতেন। পেনি হিটলার, মহাত্মা গান্ধী, স্তেলিন, লেনিন, কার্ল মার্ক্স, মাও সে তুং, লিউ নারদো দা ভিঞ্চির জীবনী লিখেন।
তার পিতার আগ্রহের কারনেই তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং মুজিবের জীবনী লেখার উপর আগ্রহী হয়ে উঠেন। তার পিতা মারা যাওয়ার পর তার কোটের পকেটে তার ছবির সাথে শেখ মুজিবের ছবি পাওয়া যায়। যা তাকে বিস্মিত করে। এবং তার পিতার ইচ্ছা বাস্তবায়নে তিনি মুজিবের জীবনী লেখায় হাত দিয়েছেন। পেনির শৈশব ও যৌবনকাল কাটে সিঙ্গাপুর ও চীনে। চীনে থাকাকালীন তিনি চীনের তখনকার প্রধানমন্ত্রী লীনের কন্যার প্রেমে পড়েন এবং তাকে বিয়ে করেন। তিনি শেখ মুজিবের জীবনীর পরিবর্তে পাকিস্তানের কারাগারে তার বন্দী জীবনের উপর বই লিখেন। নোটঃ সিঙ্গাপুরের পত্রিকা সমুহে পূর্ব পাকিস্তান/ বাংলার সংবাদ প্রতিনিয়ত প্রকাশ হত।