You dont have javascript enabled! Please enable it!

১৯ নভেম্বর ১৯৭১ঃ যুদ্ধ পরিস্থিতি

পাকিস্তান সেনাবাহিনী যশোর সীমান্তে মুসলিয়ায় ভারতীয় বাহিনীর বড় একটি হামলা প্রতিরোধ করেছে সেখানে ভারতীয় ১ জম্মু কাশ্মীর রেজিমেন্ট এর সুবেদার ত্রিলোক চান্দের অফিসিয়াল ডায়েরী হস্তগত হয়েছে। ( সিদ্দিক সালিকের বইয়ের ভাষ্য- ভারতীয় বাহিনীর যশোর প্রবেশ এবং চৌগাছার পশ্চিমাংশ দখল) ময়মনসিংহে ৪০০ জনের ভারতীয় বাহিনী আগের রাতে সীমান্ত অতিক্রম করে ভিতরে প্রবেশ করে ভোরে তাদের উপর পাকিস্তান সেনাবাহিনী হামলা করলে তারা সরে যায় এখানে তাদের ৬০ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে শতাধিক গ্রেফতার হয়েছে ৪ জন। রাঙ্গামাটির বোদাগারিতে ভারতীয় বাহিনীর হামলা প্রতিরোধ করেছে পাকিস্তান সেনাবাহিনী।

সেনা পোষাকে ৪ সৈন্য এর মৃতদেহ উদ্ধার করেছে পাক সেনাবাহিনী এদের চেহারা গুর্খা ধরনের। (উবানের বই অনুযায়ী ভারতীয় বাহিনী বরকল দখল করে এবং পদাতিক বাহিনীকে সাহায্য করার জন্য বিমান হামলার সাহায্য নেয়া হয়) দিনাজপুরের চঘু ডাঙ্গায় একটি বড় অনুপ্রবেশ চেষ্টা প্রতিরোধ করেছে পাকিস্তান সেনাবাহিনী সেখানে নিহত হয়েছে ৩৫ জন। বরিশালের মেহেন্দিগঞ্জে ভারতীয় চরদের কয়েকজন দেশপ্রেমিক হত্যার মিশন প্রতিরোধ করেছে রাজাকার বাহিনী। রাজাকারদের গুলীতে চরদের ৬ জন নিহত হয়। নওগার দক্ষিনে ধোবরা গ্রামে রাজাকাররা ভারতীয় চরদের প্রতিরোধ করেছে।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!