You dont have javascript enabled! Please enable it! 1970.03.24 | ২৪ মার্চ ১৯৭০ঃ ৬৫ সালে শেখ মুজিব স্বাধীন পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন - সংগ্রামের নোটবুক

২৪ মার্চ ১৯৭০ঃ ৬৫ সালে শেখ মুজিব স্বাধীন পূর্ব পাকিস্তান প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন

পিডিপি ভাইস প্রেসিডেন্ট মৌলবী ফরিদ আহমেদ পেশোয়ারে বলেন শেখ মুজিব ৬৫ সালের যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে স্বাধীন বাংলার দায়িত্ব নিতে গভর্নর মোনায়েম খানকে বলেছিলেন।
নোটঃ একই বিষয়ে বছর খানেক আগে সিএসপি পি এ নাজির এর লেখা বইয়ের রেফারেন্স দিয়ে একটি পোস্ট হয়েছিল।
এ ঘটনার সুত্র ধরে গভর্নর মোনায়েম খান আগরতলা মামলায় শেখ মুজিবকে জড়াতে অনুপ্রানিত হয়েছিলেন।
৬৫ সালে ভাসানীর ভুমিকা ছিল ৭১ এর গোলাম আজমের মত। ৭১ এ গোলাম আজমরা রাজাকার বানিয়েছিলেন। ৬৫ তে ভাসানী লাখ লাখ মুজাহিদ তৈরির জন্য আইউবকে বলেছিলেন।