৭০ এর মাঝামাঝিতে মওলানা ভাসানী
বাম ধারা থেকে সরে এসে ঘোষণা করলেন দেশে আল্লাহতন্ত্র চালু করতে হবে। তার দল আল্লাহতন্ত্রে বিশ্বাসী। বিষয়টি দক্ষিন পন্থী দলগুলোর কাছে হাস্যরসের সৃষ্টি হয়। চরমপন্থী বামেরা প্রথম প্রথম এটি মওলানার ধোঁকাবাজি মনে করেছিলেন পরে দেখেন না মওলানা এ লাইনের পথেই হাঁটছেন তখন দল থেকে বেড় হয়ে গেলেন হক, তোহায়া, মতিন, আলাউদ্দিন, দেবেন সিকদারেরা। জামাতে ইসলামী ঘোষণা করল মওলানা নতুন করে ইসলাম গ্রহন করেছেন ইসলামের স্বার্থে তাই তার ন্যাপ ত্যাগ করা উচিত।