লবন সঙ্কট ১৯৭৪
১৯৭৪ এর আগস্টের প্রবল বন্যায় চট্টগ্রাম ও চাদপুরের আড়তের লবন পানিতে নষ্ট হওয়ায় সাময়িক লবন সঙ্কট সৃষ্টি হয়েছিল। সঙ্কট অবশ্য মাস খানেক ছিল। এ সময়ে রেশনে ৫০ পয়সা সের দরে লবন দেয়া হত। সমাজতান্ত্রিক অর্থ বেবস্থায় সারা দেশেই রেশন কার্ডের মাধ্যমে লবন বিক্রি হত। বিভিন্ন লেখালেখিতে ৭৪ এ লবন ১০০ টাকা সের হয়েছিল এমন তথ্য সম্পূর্ণ অসত্য। বর্তমান একজন সিনিয়র নেতা তখন লবন মজুতের সাথে জড়িত ছিলেন এমন তথ্যও তখনকার বিরোধীদলীয় সংবাদ মাধ্যম সমুহে পাওয়া যায় না। লবন সঙ্কট ছিল বন্যার সময় (আগস্ট – সেপ্টেম্বর) দুর্ভিক্ষের সময় (অক্টোবর) নয়। ৫ টাকা সের দরে লবন বিক্রির দায়ে তখন রক্ষীবাহিনী কয়েকজন দোকানীকে গ্রেফতার করেছিল। দুর্ভিক্ষ শেষে লবন মজুতের দায়ে একজন আওয়ামী লীগ এমপিকে গ্রেফতার করা হয়েছিল যখন লবনের সের ৭৫ পয়সা থেকে ১ টাকা ছিল।