You dont have javascript enabled! Please enable it! 1971.11.19 | ঈদ বানী - সংগ্রামের নোটবুক

১৯ নভেম্বর ১৯৭১ঃ ঈদ বানী

গভর্নর
এক ঈদ বাণীতে গভর্নর মালিক বলেছেন আমরা আমাদের সবচে বড় উৎসব পালন করতে যাচ্ছি। এ উপলক্ষে আমি সকল্কে অভিনন্দন জানাচ্ছি এবং আনন্দঘন ঈদ কামনা করছি। আমরা জাতীয় ইতিহাসের বৃহত্তম সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছি কারন আমাদের দেশ বহি আক্রমনের সম্মুখীন এবং জাতীয় অখণ্ডতা এবং সং হতি বিপন্ন। আমি দৃঢ়তার সাথে বিশ্বাস করি রমজানের প্রকৃত শিক্ষা ও ঈদের আদর্শ অনুসরণ করলে এই চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করা সম্ভব।

প্রেসিডেন্ট ইয়াহিয়া
প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঈদের বানীতে বলেছেন যে কোন মূল্য আমাদের মর্যাদা এবং আমাদের দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য আমরা প্রস্তুত রহিয়াছি। দেশের অখণ্ডতা রক্ষার কাজের দরুন যারা পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে পারেননি তাদের প্রতি গোটা জাতির অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। যে সকল দেশবাসি ঘরবাড়ি ছেড়েচলে গেছেন তাদের প্রতি প্রীতি , শুভেচ্ছা , আশা ও আনন্দের বার্তা জানাই। এই ঈদে আমি ভারতের প্রতি পুনর্বার মৈত্রীর হস্ত সম্প্রসারন করেছি। এতে সাড়া দানের জন্য আহবান জানাই । তিনি বলেন মাহে রমজানে আমরা ধৈর্য সহিংসতা ও সংযমের যে গুনাবলী প্রদর্শন করিয়াছি তাহা অতীতে বহু সঙ্কট উত্তরণে আমাদের পাথেয় হয়েছে। তাই আবার আমাদের জয়লাভ না করার কোন কারন দেখিনা। আমাদের জনগনের সাহস সেনা বাহিনীর রন নৈপুণ্য, আল্লাহতায়ালার মদত আমাদের জাতীয় অস্তিত্ব রক্ষার সুনিশ্চিত রক্ষা কবচ।