১৯ নভেম্বর ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানী নেতৃবৃন্দ
রাজনৈতিক দল
সরকার জাতীয় পরিষদে রাজনৈতিক দলের সংখ্যা কমিয়ে ৪ করবে। ৭ দলের বাহিরে আছে পিপিপি, ক্লিন আওয়ামী লীগ ও ন্যাপ। পূর্ব পাকিস্তানে যারা আসন পাবেনা তারা সমমনা দলে বিলীন হতে হবে। পশ্চিম পাকিস্তানের আঞ্চলিক ক্ষুদ্র দল সম্পর্কে কিছু বলা হয়নি।
ভারতের নতুন রাষ্ট্রদূত
ভারতের নতুন রাষ্ট্রদূত অটল তার পরিচয়পত্র পেশ করার পর প্রেসিডেন্ট ইয়াহিয়ার সাথে তার আলোচনার বিষয় বস্তু জানাতে দিল্লী ফিরে গেছেন।
মালিক জিলানী
সাবেক এমএনএ এবং শেখ মুজিবের ঘনিষ্ঠ বন্ধু মালিক জিলানী নুরুল আমীনের সাম্প্রতিক বক্তব্য অনুযায়ী কোনকোন পশ্চিম পাকিস্তানী পাকিস্তান ভাঙ্গার চেষ্টা করছে তার নাম প্রকাশের আহবান জানিয়েছেন।
মানকি শরীফের পীর
সীমান্ত আওয়ামী লীগের পদত্যাগী নেতা ভূট্টো র সাথে বৈঠক করেছেন। গুজব উঠেছে তিনি ক্লিন আওয়ামী লীগের সদস্যদের ভূট্টোর প্রতি সমর্থন আদায়ের চেষ্টা করতে যাচ্ছেন।