১৯ নভেম্বর ১৯৭১ঃ প্রবাসী সরকারের অর্থের উৎস
প্রভাবশালী এক কূটনীতিক কর্মচারীর বরাতে একটি বিদেশী সংবাদপত্র জানিয়েছে বাংলাদেশের প্রবাসী সরকার তার সংগৃহীত অর্থের প্রায় পুরোটাই পেয়েছে ব্রিটেন ও উপসাগরীয় দেশের প্রবাসী বাঙ্গালীদের থেকে। সরকারের কাছে এখন সপ্তাহে আড়াই লাখ পাউন্ড অর্থ জমা হচ্ছে। ব্রিটেনে ৩টি ব্যাঙ্ক ব্যাঙ্ক অব হামব্রজ, ব্যাঙ্ক অব লন্ডন সহ কয়েকটি ব্যাঙ্কে টাকা জমা হয়। তিন জনের যৌথ একাউন্ট আবু সাইদ চৌধুরী, জন স্টোন হাউজ ও আরেক ব্রিটিশ এর নামে অর্থ জমা হয়।