১৯ নভেম্বর ১৯৭১ঃ সংযুক্ত কোয়ালিশন পার্টি নেতৃবৃন্দ
সংযুক্ত কোয়ালিশন পার্টির ৮/৯ নেতা এক যুক্ত বিবৃতিতে ভূট্টোর সাম্প্রতিক হুমকি ও অশোভন উক্তির জন্য বেবস্থা নেয়ার জন্য প্রেসিডেন্ট এর প্রতি আহবান জানিয়েছেন। তারা বলেন সরকার এ ব্যাপারে তার দায়িত্ব পালনে ব্যার্থ হলে এ ধরনের উক্তির কি ফল দাড়াতে পারে তা পিপিপিকে অনুধাবন করার জন্য তারা নিজেরাই সে দায়িত্ব পালন করবে। তিনি রাওয়ালপিন্ডি থেকে করাচী ফেরার পর একের পর এক অশোভন উক্তি করে যাচ্ছেন। বিপ্লবের হুমকি দিয়েছেন। তারা বলেন শেখ মুজিবুর রহমান দেশে যে পরিস্থিতি সৃষ্টি করেছিলেন ভুট্টো পশ্চিম পাকিস্তানেও অনুরুপ পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছেন। বিবৃতিতে স্বাক্ষর করেন নুরুল আমীন, মওলানা মওদুদি, মিয়া তোফায়েল, খান আব্দুল কাইউম, মিয়া মমতাজ দৌলতানা, মালিক কাশিম, মুফতি মাহমুদ, মওলানা থানভি, শাহ মোহাম্মদ নুরানী।
পিণ্ডিতে নুরুল আমীন
দলের প্রধান নেতা নুরুল আমিন রাওয়ালপিন্ডিতে প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের পর পূর্ব পাকিস্তান হাউজে বলেন জাতীয় পরিষদের অধিবেশন যথাসময়েই হবে এবং উপনির্বাচনের তারিখ পিছানো হবে না। উপনির্বাচন শেষ হওয়ার পর তার দল যদি সংখ্যাগরিষ্ঠতা পায় তবে তারাই সরকার গঠন করবে। রাজাকারের সংখ্যা বৃদ্ধির জন্য তিনি প্রেসিডেন্টকে বলেছেন। প্রেসিডেন্ট তাকে বলেছেন আর রাজাকার নয়, শান্তি সেনা নামে আরেক বাহিনী গঠন করার জন্য তিনি গভর্নরকে বলেছেন। আসন্ন জাতিয় পরিষদের অধিবেশন নিরাপত্তা জনিত কারনে পূর্ব পাকিস্তানে হবে না।