You dont have javascript enabled! Please enable it! 1971.11.19 | প্যারিসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খান - সংগ্রামের নোটবুক

১৯ নভেম্বর ১৯৭১ঃ প্যারিসে পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খান

পাকিস্তানের পররাষ্ট্র সচিব সুলতান মোহাম্মদ খান প্যারিসে সাংবাদিকদের বলেন পাক ভারত সীমান্তে শুধু রন প্রস্তুতি মুলক নয় সংঘর্ষ মুলক পরিস্থিতি বিরাজমান। ভারত সীমান্ত হতে তার বাহিনী প্রত্যাহার করতে চায় না এতেই বুঝা যায় ভারত শক্তির আশ্রয় নিতে ইচ্ছুক। সংঘর্ষ বাধলে আমরা আমাদের প্রতিরক্ষার সরবচ্চ ব্যাবহার করব। আমরা যুক্তরাষ্ট্র থেকে কোন অস্র পাচ্ছি না যা পাচ্ছি সব খুচরা যন্ত্রাংশ। ভারত পূর্ব পাকিস্তানকে ৮ ডিভিশন সৈন্য দ্বারা ঘিরে রেখেছে। সীমান্তে তাদের বিমানঘাঁটি গুলি সাজ সাজ রবে আছে ভিসাখাপত্তম নৌ ঘাটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। তা ছাড়া ভারত তাদের ৬ লক্ষ রিজাভ বাহিনীকেও প্রস্তুত রেখেছে। পশ্চিম সীমান্তে তারা ৯ ডিভিশন সৈন্য মোতায়েন করেছে যা পাকিস্তানের তুলনায় ৫ গুন বেশি। অতএব পাকিস্তান কোন সময় আক্রমণকারী হতে পারে না। প্যারিসে ২ দিনের সফরে আসার আগে মোহাম্মদ সুলতান কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোর সাথে বৈঠক করেন পরে সেখানে তিনি সাংবাদিকদের বলেন তার দেশ ভারতের সাথে একেবারে যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে। যুদ্ধ বাধলে তাদের চীন সমর্থন দিবে।