You dont have javascript enabled! Please enable it! 1974.01.18 | ১৮ জানুয়ারী ১৯৭৪ঃ সাপ, কুমির আর মোনাফেককে ভয় পাই- মুজিব - সংগ্রামের নোটবুক

১৮ জানুয়ারী ১৯৭৪ঃ সাপ, কুমির আর মোনাফেককে ভয় পাই- মুজিব

আওয়ামী লীগের কাউন্সিল অধিবেশনে শেখ মুজিবুর রহমান বলেছেন সাপ, কুমির আর মোনাফেককে ভয় পাই। তিনি বলেন সাপ ও কুমিরের সাথে যুদ্ধ করা যায় না এরা অগোচরে এসে কামর দেয়। কিন্তু মোনাফেক থাকে প্রকাশ্য এ এদের সহজে চেনা যায় না। তিনি বলেন যুদ্ধের সময় আমাদের শত্রু ছিল পাকিস্তান তাদের চেনা যেত। এখন শত্রু সামনে নেই তাই তাদের চেনা যায় না। রাতের অন্ধকারে জানালা দিয়ে গুলী করে। এরা নিজেদের বিপ্লবী বলে পরিচয় দেয়। তিনি বলেন এরা হাট বাজার লুট করে, ডাকাতি করে এসে বলে বিপ্লব করে এলাম। তিনি বলেন এসব কার্যকলাপ বিপ্লব নয়।