২০ জানুয়ারী ১৯৭৪ঃ দলে শুদ্ধি অভিযান চালানো হবে।
আওয়ামী লীগ প্রধান হিসেবে এ এইচ এম কামরুজ্জামান তার প্রথম সাংবাদিক সাক্ষাৎকারে বলেন দলে শুদ্ধি অভিযান চালানো হবে। যাদের বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যাবে তাদের প্রথম দোষ স্খলনের সুযোগ দেয়া হবে। এতে কোন প্রতিকার পাওয়া না গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। দলের সদস্যদের কার্যকলাপ বিষয়ে প্রকাশ্য ও অপ্রকাশ্য সুত্র থেকে এখন থেকেই তথ্য সংগ্রহ শুরু হয়েছে। তিনি বলেন যারা দুর্নীতি ও কলুষ মুক্ত তারাই পারেন দলের আদর্শ প্রতিষ্ঠা করতে। জনাব কামরুজ্জামান আওয়ামী লীগের ৪র্থ সভাপতি। তিনি ১৯৬৬-১৯৭১ মেয়াদকালে অল পাকিস্তান আওয়ামী লীগ সাধারন সম্পাদক ছিলেন।
নোটঃ জনাব কামরুজ্জামান পরবর্তী এক বছর শক্ত হাতে দলের হাল ধরে ছিলেন। তার আমলে দলের অনেক নেতার কারাবরন করতে হয়। অনেকের দল ছেড়ে চলে যেতে হয়।