৭১ এ কিছু বিতর্কিত ভুমিকা থাকলেও শেখ মনি ৭২ এ স্পষ্টবাদী রাজনীতিবিদ এবং ঝাঁঝালো সাংবাদিক ছিলেন
রাজনীতির খারাপ দিকটি তিনি রাজনীতিতে প্রতিহত করার চাইতে সাংবাদিকতার মাধ্যমেই সমাধানের চেষ্টা করতেন তার লেখা বা তার পত্রিকার মাধ্যমে। কোন কিছু লিখার মত পরিবেশ না থাকলে শুধু ছবি প্রকাশের মাধ্যমেই তা করতেন। যেমনটি করতেন পূর্বদেশের সম্পাদক। তার প্রতিবাদের এরকম দু তিনটি উদাহরনের পোস্ট দিচ্ছি।