You dont have javascript enabled! Please enable it!

৭২ এর এপ্রিলে ঢাকা সফরে আসেন ভারতের সিপিআই নেতা রাজেশ্বর রাও।

তিনি ঢাকায় পা দিয়েই মওলানা ভাসানির বিরুদ্ধে বললেন। ভাসানি বা তার অনুগামীরা তখনও হিংসাত্মক হয়ে উঠেননি তবে কিছু আঁচ পাওয়া যাচ্ছিল। এর মধ্যে টঙ্গীতে কাজী জাফররা গণ্ডগোল শুরু করে দিয়েছেন। রাও বলেছিলেন অতি বামপন্থী এবং স্বাধীনতা বিরোধীরা তাকে সামনে রেখে দেশের স্বাধীনতা ও উন্নয়নের পথে বাধা সৃষ্টি করতে যাচ্ছেন।