১ মে ১৯৭২ঃ ভাসানী
ঢাকা সফররত ভারতের সিপিআই নেতা রাজেশ্বর রাও এর বক্তব্য এর নিন্দা করে ন্যাপ ভাসানী বলেছে তার দল মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারত ও সোভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞ। জনাব রাও এর মত নেতারা এদেশে এসে বাংলাদেশের নেতাদের যেন কটূক্তি না করে বা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে সে ব্যাপারে সজাগ হওয়ার পরামর্শ দেয়া হয়। শ্রমিক লীগ টঙ্গীর ঘটনাবলীর নিন্দা করে বলেছে দেশের উন্নয়ন ব্যাহত করার জন্য একটি রাজনৈতিক দল দেশে সন্ত্রাস ও বিশৃঙ্খলা শুরু করেছে। তারা এদের শক্ত হাতে প্রতিরোধ করার আহবান জানান। শেখ মুজিবের রাজনৈতিক সহকারী তোফায়েল আহমেদ এবং শ্রমিক লীগের শীর্ষ নেতৃবৃন্দ মওলানা ভাসানী সম্পর্কে সজাগ থাকার জন্য দলীয় কর্মীদের প্রতি আহবান জানান।
নোটঃ যশোর, রাজশাহ্ খুলনায় ইতিমধ্যে দলটি অস্থির পরিবেশ সৃষ্টি করে। মওলানা প্রকাশ্য রাজনীতি দেখান কর্মীরা আন্ডার গ্রাউন্ড রাজনীতি শুরু করে দেন।