You dont have javascript enabled! Please enable it! 1975.08.15 | ২৩ অক্টোবর ১৯৭৯ঃ জিয়াকে বিপ্লব করার ধারনা আমিই দিয়েছিলাম - আতাউর - সংগ্রামের নোটবুক

২৩ অক্টোবর ১৯৭৯ঃ জিয়াকে বিপ্লব করার ধারনা আমিই দিয়েছিলাম-আতাউর

৭২ এর শেষে বা ৭৩ সালের প্রথমে আতাউর রহমানের সাথে মার্কিন দুতাবাসের কতিপয় কর্মকর্তার গোপন বৈঠকের কথা প্রকাশ হয়ে যায় শেখ মুজিব তখন তার বিরুদ্ধে কোন ব্যাবস্থা নেননি। ৭৯ সালে এসে তিনি জিয়ার জীবিত থাকার সময়েই প্রকাশ করেন সেনা বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখলের কথা তিনিই জিয়াকে বলেছিলেন। বিবিসির সাথে সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। তিনি বলেন জিয়া এমন লোক যিনি অন্য বেক্তির পরামর্শ নিয়ে থাকেন কিন্তু তার কৃতজ্ঞতা স্বীকার করেন না। জিয়া আমার প্রস্তাবিত পার্টির নামও ছিনতাই করে নিয়ে যান।
নোটঃ নির্বাচনী প্রতীকও তিনি দখল করেছিলেন।