You dont have javascript enabled! Please enable it! তাজউদ্দিন এমপি কোটায় বাকশাল সদস্য ছিলেন - সংগ্রামের নোটবুক

প্রসঙ্গঃ তাজউদ্দিন বাকশালের সদস্য ছিলেন না

সংবিধানের চতুর্থ সংশোধনীর ফলে একক রাজনৈতিক দল বাকশাল সংবিধানের অংশ হয়ে যায় এবং আইন ও বিধির মাধ্যমেই এর গঠনতন্ত্র নির্ধারিত হয়েছিল। রাষ্ট্রপতির কয়েকটি নির্দেশ ছিল দলের প্রাথমিক গঠনতন্ত্র। সে নির্দেশেই বলা হয়েছে মন্ত্রী, এমপি, সাবেক কমিটির সদস্যদের অবস্থান কি। তাজউদ্দিন এমপি কোটায় বাকশাল সদস্য ছিলেন এবং সংসদ এবং সংসদের বাহিরে দলীয় কার্যক্রমে অংশ নিয়েছেন। কোন এমপি বাকশালের সদস্য না হলে তার এমপি পদ বাতিল হত। পরে সে সকল আসনে উপ নির্বাচন হয়েছিল।