১৩ মে ১৯৭২ঃ কাদের সিদ্দিকী খুব ভাল ছেলে – শেখ মুজিব
আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশনের সাথে এক সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ মুজিব বলেন কাদের সিদ্দিকীর অনেক সৈন্য আছে। সে আমাকে ৫০ ট্রাক অস্র জমা দিয়েছে। তার বিরুদ্ধে অস্র রেখে দেয়ার অভিযোগ সত্য নয়। সে খুব ভাল ছেলে। কাদের সিদ্দিকীর বিরুদ্ধে ছাত্রলীগ (মুজিব বাহিনী নেতাও) অভিযোগ করে আসছিলেন কাদের সিদ্দিকী স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে আর্থিক সুবিধা নিচ্ছেন। পরে এক বিবৃতিতে কাদের সিদ্দিকী অভিযোগ আংশিক স্বীকার করে বলেন তিনি যুদ্ধকালীন সময়ে স্বাধীনতা বিরোধীদের কাছ থেকে যুদ্ধ কর আদায় করেছেন। বিজয়ের পর নয়। কাদের সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ কুখ্যাত রাজাকার আলবদরদের আইনের হাতে না দিয়ে নিজেই আর্থিক সুবিধা নিয়ে তাদের মাফ করে দিয়েছেন এবং কাউকে কাউকে দলে স্থান দিয়েছেন।