আওয়ামী লীগের নবী দিবস পালন
দেশ স্বাধীনের পর আওয়ামী লীগ প্রতিটি নবী দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে। ৭২ এর ২৭ এপ্রিলে নবী দিবসে বায়তুল মোকাররম এর অনুষ্ঠানে মুল আলোচক ছিলেন শেখ মুজিব। ৭৩ এর ১৬ এপ্রিল নবী দিবসে গনভবনে আয়োজন করা হয় জলসা এবং মিলাদ। ৭৪ সালের নবী দিবসে শেখ মুজিব ছিলেন মস্কোতে চিকিৎসাধীন। ৫ এপ্রিল বায়তুল মোকাররমের এ অনুষ্ঠানে মুল আলোচক ছিলেন অস্থায়ী প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম। ৭৫ এর নবী দিবস ছিল ২৬ মার্চ। এদিন ছিল শেখ মুজিবের সোহসরাওয়ারদী উদ্যানে জন সমাবেশ। নবী দিবসের এ অনুষ্ঠানে দলের প্রতিনিধিত্ব করেন মওলানা তর্কবাগীশ।