You dont have javascript enabled! Please enable it! ৭২ সালের প্রথম দিকে মুক্তিযুদ্ধে অংশ নেয়া সদস্যদের মধ্যে ব্যাপক অহংকার - সংগ্রামের নোটবুক

৭২ সালের প্রথম দিকে মুক্তিযুদ্ধে অংশ নেয়া সদস্যদের মধ্যে ব্যাপক অহংকার, দাপট, ক্ষোভ লক্ষ্য করা যায়।

তাদের নিয়ন্ত্রনে রাখতে প্রথমে মিলিশিয়া ক্যাম্প, বিভিন্ন চাকুরীতে পদায়ন, রক্ষীবাহিনীতে নেয়া হয়। এর পরও বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টিতে এদের তৎপরতা ছিল ব্যাপক। অনেকের কাছেই ছিল রেখে দেয়া অস্র। শৃঙ্খলিত বাহিনীতেও ছিল না কোন শৃঙ্খলা। এদের শৃঙ্খলায় আনতে সময় লেগে যায় অনেক। অনেকেই যায় গুপ্ত বাহিনীতে। ১৯৭৩- ১৯৭৪ সালে রক্ষী বাহিনীর হাতে এরকম বহু বিপথগামী মুক্তিযোদ্ধা গ্রেফতার ও সাজা ভোগ করেছিল।