১৫ আগস্ট ১৯৭০ঃ অস্ট্রেলিয়ার মেলবোর্ন প্রবাসী এসএ রহমান
নামে এ পশ্চিম পাকিস্তানী বোয়াক এয়ারওয়েজ যোগে নব বিবাহিত স্ত্রী সহ মেলবোর্ন পৌঁছেন। বিমানবন্দরে এ দৃশ্য ধারন করেন এক প্রখ্যাত আলোক চিত্র শিল্পী। বিষয় হল পাকিস্তান তখন ধর্মীয় গোঁড়ামি মুক্ত একটি দেশ। এ রকম পর্দানশীন মহিলা পাকিস্তানের উপজাতীয় অধ্যুষিত এলাকায় কেবল দৃশ্যমান হত। লাহোর এবং করাচী ছিল নাইট ক্লাব আর বার এর শহর। শেষ চিত্রে একজন প্রবাসী পাকিস্তানী কিশোরী।