১৯৭০ সালের নির্বাচনে পিডিপি নেতা মাহমুদ আলীর অশালীন প্রচারনা
যুগভেরী, ১৬ সেপ্টেম্বর ১৯৭০, সিলেট মাহমুদ আলীর সাথে শেখ মুজিবের মুল বিরোধ ১৯৫৭ সালে। তখন তিনি ছিলেন গণতন্ত্রী দলের নেতা এবং এমএলএ। আওয়ামী লীগের সাথে কোয়ালিশনের সুবাধে তিনি ছিলেন মন্ত্রী। ন্যাপ গঠন প্রক্রিয়ায় তিনি থাকায় তাকে মন্ত্রীসভা থেকে বহিস্কার করা হয়েছিল। এনডিএফ গঠনে তারা পরস্পর একত্র হলেও তাদের মধ্যে বিস্তর দূরত্ব ছিল। শেখ মুজিব সোহরাওয়ারদিকে খুশী রাখতেই এনডিএফ এর সাথে কাজ করে যাচ্ছিলেন। ৬৯ সালের মাঝামাঝিতে ছাত্রলীগের ছেলেরা তাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিল তার আওয়ামী বিরোধী প্রচারনার জন্য। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছিল। পরবর্তীতে তিনি শেখ মুজিবের প্রধান শত্রু হিসেবেই পরিগনিত হয়েছিলেন। ৭০ সালের নির্বাচনে তিনি শেখ মুজিব এবং তার সাবেক গুরু ভাসানির উপর একের পর এক অশালীন প্রচারনা চালিয়ে যাচ্ছিলেন। প্রচারনা গুলো অবশ্য তার নিজ জেলাতেই বেশী করতেন কারন ছাত্রলীগের ভয় তো ছিলই। শেখ মুজিব বা ভাসানি তার এসকল প্রচারনায় কোন পাত্তাই দেননি।