You dont have javascript enabled! Please enable it!

১৭ নভেম্বর ১৯৭৬ঃ মওলানা ভাসানীর জানাজা ও দাফন

মওলানা ভাসানী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষ জানাজা হয় টাঙ্গাইলে। ঢাকা থেকে শতাধিক গাড়ী যায় টাঙ্গাইলে। সবই সরকারী গাড়ী। নেতা কর্মীরা হয়ত আগেই সেখানে পৌঁছে ছিলেন। মওলানার কফিনে সব সরকারী সংস্থার পুস্পস্তবক দেয়া। সামরিক শাসনের কারনে কিনা জানিনা কফিনের কাছে রাজনৈতিক দল বা নেতার কোন পুস্পস্তবক ছিল না। জানাজাটা তেমন বড় হয়নি। জানাজায় ছিলেন আতাউর রহমান খান কাজী জাফর, মেনন, মোস্তফা জামাল হায়দার। জানাজার দিকে আসা কিছু যুবককে কয়েক সেনাসদস্য সরিয়ে দিতে দেখা গিয়েছে। স্থানীয় পুলিশের তৎপরতা সেখানে ছিল না। সেনা সদস্য ও ঢাকা থেকে যাওয়া মেট্রো পুলিশ সেখানে দায়িত্ব পালন করছিল।