সোহরাওয়ারদী জীবিত কালে কোন দিনই বাংলা ভাষাকে জাতীয় ভাষা করার পক্ষে ছিলেন না।
২৪ ফেব্রুয়ারী ১৯৫২ সালে তিনি করাচী থেকে যে বিবৃতি দিয়েছিলেন তা কায়েদে আজম বা খাজা নাজিমুদ্দিনের অবস্থানের অনেকটাই কাছাকাছি ছিল। মুসলিম লীগ – কেএসপি কোয়ালিশন সরকারের সময় শাসনতন্ত্র প্রনয়ন কালে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা হয়। যুক্তফ্রন্ট (আওয়ামী লীগ বাদে) সরকার বা আওয়ামী লীগ- ন্যাপ – কংগ্রেস কোয়ালিশন সরকারের আমলে শহীদ মিনার বানাতে ব্যার্থতার জন্য ১৯৬৩ সালে শহীদ মিনার উদ্বোধনের সময় আওয়ামী লীগ কর্মীরা সাবেক আওয়ামী লীগ নেতা ও মুখ্যমন্ত্রী আতাউর রহমানের উপর চড়াও হয়েছিল।