২২ জানুয়ারী ১৯৭২ এর খবরঃ
শেখ মুজিব বলেছেন তার দেশ শর্ত মুক্ত বৈদেশিক সাহায্য গ্রহনে প্রস্তুত আছে। আরও পাঁচটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে।
পাকিস্তানী খ্রিস্টান সাংবাদিক এন্থনি মাস্কারেনহাস এর ৭১ সালের ভুমিকার প্রশংশা। জাপানের শীর্ষ স্থানীয় পত্রিকা টোকিও শিম্বুন এর সাথে সাক্ষাতকারে শেখ মুজিব বলেছেন তার দেশ রাজনৈতিক শর্ত মুক্ত যে কোন বৈদেশিক সাহায্য গ্রহনে প্রস্তুত আছে ।
বিশ্ব শান্তি পরিষদের একটি প্রতিনিধিদল শেখ মুজিবের সাথে দেখা করেছেন। শেখ মুজিব তাদের সাথে বৈঠকের সময় বলেন খুনিরা কোনমতেই রেহাই পাবে না।
ভারতীয় প্রধানমন্ত্রীর সাবেক দুত এবং বৈদেশিক নীতি নির্ধারণ সংক্রান্ত কমিটির চেয়ারম্যান ডি পি ধর আবারো ঢাকা এসেছেন।
এম এ জি ওসমানী রেসকোর্সে সাবেক ৩ নং সেক্টরের ব্যাটেলিয়ন পরিদর্শন করেছেন ।মেজর সফিউল্লাহ এবং মেজর মইনুল তাকে স্বাগত জানান ।
আহত মুক্তিযোদ্ধাদের একটি দল পূর্ব জার্মানির উদ্দেশে ঢাকা ছেড়েছেন ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভি সি হিসাবে ডঃ মোজাফফর আহমদ দায়িত্ব নিয়েছেন । আরও পাঁচটি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে ।
দেশে ফেরার পথে মৌলানা ভাসানি আসামের এক জনসভায় বলেন পাকিস্তানের সাথে কোন সম্পর্ক থাকবে না।
রাজশাহীর সারদা পুলিশ একাডেমী তে শোক দিবস পালন ।ভারত বাংলাদেশ সীমানা পিলার সমুহ হইতে পাকিস্তান নাম কর্তনপূর্বক বাংলাদেশ লেখা প্রায় শেষ।
কায়রোতে আফ্র এশিয় সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি মোল্লা জালাল গতকাল ভাষণ দিয়েছেন।
পাকিস্তানী খ্রিস্টান সাংবাদিক এন্থনি মাস্কারেনহাস এর ৭১ সালের ভুমিকার প্রশংশা।
জাতীয় লীগ সরকারের যে কোন কার্যক্রমে সহযোগিতা করবে ।