৭১ এ মওলানা ভাসানীকে নিয়ে অপপ্রচারের উপর বরিশালের স্থানীয় পত্রিকা বিপ্লবী বাংলাদেশ প্রতিবেদন
১৯৭৯ সালে বাংলাদেশে দুবার দুর্ভিক্ষ হয়েছিল। সামরিক শাসনের আমলে প্রথম দুর্ভিক্ষের খবর চাপা পড়লেও সরকারী পত্রিকা দৈনিক বাংলা কোন কিছু গোপন করেনি। ৭৪ সালের মতও তারা স্পর্শকাতর অনেক ছবি প্রকাশ করে। রয়টার একটু ভিন্ন ভাবে দুর্ভিক্ষ প্রচার করে কারন রয়টার এর বাংলাদেশ প্রতিনিধি ছিল বাঙ্গালী রাজাকার। ১৯৮০ সালেও দুর্ভিক্ষ হয়েছিল ৮২ সালেও। ৭৯ এর প্রথম দুর্ভিক্ষে কুড়িগ্রামেই কয়েক হাজার মানুষ মারা গিয়েছিল।
ছবি বিচিত্রা প্রচ্ছদ।