You dont have javascript enabled! Please enable it! 1971.01.25 | 25TH JANUARY 1971 দিনপঞ্জি - সংগ্রামের নোটবুক

25TH JANUARY 1971

প্রেসিডেন্টের সাম্প্রতিক ঘোষণা সত্ত্বেও ছাত্রনেতা মাহবুব উল্লাহ সহ বহু রাজবন্দী মুক্তি না পাওয়ায় প্রদেশের ১১ জন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও কবি এক যুক্ত বিবৃতিতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং অবিলম্বে ছাত্রনেতা মাহবুব উল্লাহ সহ সকল রাজনৈতিক নেতা, ছাত্র ও শ্রমিক বন্দীর মুক্তি দাবি করেন। বিবৃতিতে স্বাক্ষর দাতারা হলেন, শহিদুল্লাহ কায়সার, আলী আশরাফ, আতাউস সামাদ, হাসান হাফিজুর রহমান, কামাল লোহানী, নির্মল সেন, ফজল শাহাবুদ্দিন, সানাউল্লাহ নূরী, আহমেদ হুমায়ুন, ফকির আশরাফ ও শামসুর রহমান।
ন্যাপ ওয়ালি নেতা পীর হাবিবুর রহমানের মুক্তিলাভ
সারা প্রদেশে প্রেস সেন্সরশিপ জারী (কোন পত্রিকায় সংবাদটি নাই বা এর প্রতিবাদও নাই)

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে ভুট্টোর আসন্ন গুরুত্বপূর্ণ বৈঠকের প্রথম পর্যায়ে পিপলস পার্টির চার সদস্যের একটি দল ঢাকার উদ্দেশ্যে করাচী ত্যাগ করে। দলের মধ্যে রয়েছে কেন্দ্রীয় কমিটির সদস্য মিরাজ মোহাম্মদ খান, ড. মোবাসসির, হানিফ রামে, জহির মোহাম্মদ খান। দলীয় নেতা তারিক আজিজ দলের আনুষ্ঠানিক প্রতিনিধি দলের সাথে থাকবেন।