১৯৭০ সালের আগে জামাত বা ছাত্রসঙ্ঘকে স্বল্প পরিসরে একুশের অনুষ্ঠান করতে দেখা যেত
বাংলা ভাষার পক্ষে দু চারটি কথা বলতেও দেখা যেত। ৭০ সালের একুশের অনুষ্ঠানে রাত ১২ টা ১ মিনিটের কর্মসূচী চালু করা হয়। শেখ মুজিব আগে একুশের অনুষ্ঠানে সকালের দিকে সভা আলোচনা অনুষ্ঠান করেছেন কিন্তু পুস্পস্তবক দেয়া পর্বে অংশ নিতেন না। ৭০ সালেই প্রথম আলপনা আকা হয় এবং রাত ১২ টা ১ মিনিটে শোভা যাত্রা করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন। এর আগে তিনি শহীদদের কবরে পুস্পস্তবক অর্পণ করেন। জামাতে ইসলামী তখন থেকে এর বিরুদ্ধাচরণ করা শুরু করেন। তাদের কথা হল এক শহীদদের কবরে ফাতেহা পাঠ করতে হবে যা পরে শেখ মুজিব অনুসরণ করতেন। দুই নগ্ন পদ যাত্রা একটি বিজাতীয় সংস্কৃতি এর মাধ্যমে শহীদ মিনারে ফুল দেয়া পুজার সমুতুল্য তিন রাস্তায় যে আলপনা আঁকানো হয় তা সরস্বতী পূজায় আকা হয় ফলে তা বর্জনীয়। এর পর থেকে তাদের শহীদ দিবসের প্রোগ্রামে দেখা যায়না। তথ্য ও ছবি জাহানে নও জামাতের সাপ্তাহিক মুখপাত্র ফেব্রুয়ারী ১৯৭০