১৮ নভেম্বর ১৯৭১ঃ দুতাবাস কর্মচারী বিনিময়
ভারত পাকিস্তানের সাথে চুক্তির পর ভারতের যে সকল কর্মচারীকে বদলী করা হয়েছে বা যারা ছুটি ভোগ করবেন তাদের দেশে ফিরার অনুমতি দিয়েছে পাকিস্তান। দিল্লীর পাকিস্তান দুতাবাসের ১২ জন কর্মচারী পরিবার সদস্য করাচী পৌঁছেছেন। অনুরুপ ভারতীয় দলের সদস্যরাও দিল্লী পৌঁছেছেন। এখন থেকে এধরনের চলাচল নিয়মিত ভাবে চলবে।