মার্কিন অস্ত্র সরবরাহের প্রতিবাদে দূতাবাসে চারটি মিছিল
(স্টাফ রিপাের্টার)
কলকাতা, ১ জুলাই-আজ স্থানীয় মার্কিন দূতাবাসের সামনে কয়েকটি মিছিল থেকে পাকিস্তানের জঙ্গী সরকারের অস্ত্র সাহায্যের বিরুদ্ধে ধিক্কার জানান হয়েছে।
মিছিলগুলির পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রপতির উদ্দেশ্যে লিখিত স্মারক লিপিতে জয়ী সরকারকে অস্ত্র সাহায্য বন্ধ করার দাবি করা হয়েছে।
বিপ্লবী যুবসংস্থার পশ্চিমবঙ্গ রাজা কমিটির নেতৃত্বে সংগঠিত মিছিলের পক্ষ থেকে মার্কিন রাষ্ট্রপতির কাছে বাংলাদেশ সরকারকে স্বীকৃতি ও এই সরকারকে অস্ত্র সাহায্য দেবার দাবি করা হয়েছে।
ছাত্র ব্লকের পক্ষ থেকেও একটি মিছিল মার্কিন দূতাবাসে বিক্ষোভ জানায়।
মহাজাতিসদনের পশ্চিমবঙ্গ ছাত্র পরিষদ ও যুব কংগ্রেসের পক্ষ থেকে মার্কিন কন্সাল জেনারেলকে দেওয়ার বিরুদ্ধে ব্যাপক ও বৃহৎ এক জাতীয় সগ্রাম ও কমিউনিস্টদের ঐ ব্যাখ্যার ও কার্যকলাপের অবশ্যম্ভাবী অবদান হবে।
সূত্র: কালান্তর, ২.৭.১৯৭১