You dont have javascript enabled! Please enable it! 1972.01.21 | ২১ জানুয়ারী ১৯৭২ এর খবর - সংগ্রামের নোটবুক

২১ জানুয়ারী ১৯৭২ এর খবরঃ

শহীদ পরিবারদের পুনর্বাসন করা হবে্। স্বাধীনতা আন্দোলনের মার্কিন সেনানী ক্রিফেনডফ। জাপান ও ভারত বাংলাদেশের জন্য চাল পাঠাচ্ছে।
শহীদ পরিবারদের একটি প্রতিনিধিদল শেখ মুজিবের সাথে দেখা করেছেন। তিনি তাদের আসস্থ করে বলেন শহীদ পরিবারদের পুনর্বাসন করা হবে্।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কুশলী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আলী আহসান ,জাতিসঙ্ঘ ত্রান ও সাহায্য দপ্তরের সহকারী সেক্রেটারি জেনারেল পল মার্ক হেনরি ,পশ্চিম বঙ্গ রামকৃষ্ণ মিশনের এক প্রতিনিধিদল ও ফিলাদেলফিয়ার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মার্কিন সেনানী ক্রিফেনডফ শেখ মুজিবের সাথে দেখা করেছেন। ক্রিফেনডফ একজন বাঙালী নারী বিবাহ করেছেন।

গন বাহিনীর প্রতি শেখ মুজিবের নির্দেশাবলী প্রকাশ। ডেনমার্ক বাংলাদেশ কে স্বীকৃতি দিয়াছে। ঢাকার ফুটপাথে লুণ্ঠিত বইয়ের বাজার ।ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ পোল্যান্ড গিয়েছেন।

হোটেল ইডেনে গোপালগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আজ। ১৯৭২ সালের সরকারী ছুটির তালিকা প্রকাশ ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও ১৬-১৮ ডিসেম্বর বিজয় ও নবান্ন দিবস। আহত কিছু মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য ভারত পাঠানো হয়েছে। রেশন কার্ডের মাধ্যমে চিনি বিতরন করা হবে। জাপান ও ভারত বাংলাদেশের জন্য চাল পাঠাচ্ছে । ১লা ফেব্রুয়ারী সকল বিশ্ববিদ্যালয় খুলবে । কবি গুরুর গুলিবিদ্ধ ছবি জাদুঘরে সংরক্ষন করা হবে.

.