একাত্তরের ঘটনায় ইউসুফ হারুনের ক্ষমা প্রার্থনা
সাবেক সিন্ধু গভর্নর, সাবেক পশ্চিম পাকিস্তান গভর্নর (১৯৬৯) শেখ মুজিবের চাকুরী প্রতিষ্ঠান আলফা ইন্সুরেন্স এর অন্যতম মালিক এবং ঘনিষ্ঠ ইউসুফ আব্দুল্লাহ হারুন ৭১ সালের ঘটনার জন্য ৫ মে ১৯৯৮ তারিখে বাংলাদেশের কাছে ক্ষমা চেয়েছেন। বাংলাদেশের স্বাধীনতা অর্জন পরবর্তী হারুন পাকিস্তান ত্যাগ করেন এবং যুক্তরাষ্ট্রে চাকুরি নেন। তিনি দীর্ঘদিন পাকিস্তান ফিরে আসেননি।
Photo: Yusuf Haroon, Sherbaz Mazari, Ataullah Mengal and G M Syed