১৭ নভেম্বর, ১৯৭১ঃ লালমনিরহাটে লেঃ জেনারেল নিয়াজী
লেঃ জেনারেল নিয়াজী লালমনিরহাট সফর করেন। তিনি সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে ঘরোয়াভাবে আলোচনা করেন। স্থানীয় ব্রিগেড কম্যান্ডার ইকবাল শফি তাকে স্বাগত জানান। সফরকালে তিনি স্থানীয় রাজাকার, মুজাহিদ ও পূর্ব পাকিস্তান সিভিল আর্মড ফোর্স এর অফিসার জওয়ানদের সঙ্গেও আলোচনা করেন। স্থানীয় কমান্ডারবৃন্দ সীমান্তে ভারতীয় চরদের প্রচণ্ড আক্রমনের কথা নিয়াজীকে বলেন। নিয়াজীর সঙ্গে আলোচনার সময় রাজাকার ও মুজাহিদরা পাকিস্তানের শত্রুরা সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার মত প্রকাশ করে।
নোটঃ ভুরুঙ্গামারী পতনের পর স্থানীয় বাহিনীকে চাঙ্গা করার জন্য নিয়াজীর এই সফর