You dont have javascript enabled! Please enable it!

১৭ নভেম্বর, ১৯৭১ঃ আইন শৃঙ্খলা পরিস্থিতি

ঢাকায় কারফিউ, চিরুনি অভিযান

ঢাকায় রাত সাড়ে আটটা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত কারফিউ জারি করা হয়। সেনাবাহিনী এসময় গোটা নগরী তল্লাশী করে ১৩৮ জন ভারতীয় চর/ মুক্তিযোদ্ধা সন্দেহে আটক করে। কারফিউর সময় পাকবাহিনীর সাথে সংঘর্ষে ঢাকা নগরীর বিভিন্ন স্থানে ৪ জন ভারতীয় চর নিহত হন। কয়েকদিন যাবত বিপণী বিতান, স্কুল, বিদ্যুৎ উপকেন্দ্র, বেতার কর্মকর্তা, কূটনীতিক, ট্রেনসহ বিভিন্ন স্থাপনায় ভারতীয় চরদের অব্যাহত হামলায় নগর জীবন বিপর্যস্ত হওয়ায় এই ব্যবস্থা নেয়া হয়।

চট্টগ্রাম

চট্টগ্রাম বেতারের আঞ্চলিক পরিচালক আব্দুল কাহহারকে গুলি করে হত্যা করা হয়েছে। সদর ঘাটের পি কে সেন বিল্ডিং এর বাসা থেকে গাড়ীতে উঠার সময় ৪ জন বন্দুকধারী তার উপর গুলিবর্ষণ করে পালিয়ে যায়। আব্দুল কাহহার এর বাড়ী সিলেটে তিনি বেগম সুফিয়া কামালের জামাতা। চকবাজারে আরেক ঘটনায় বেবিট্যাক্সি থেকে গুলি করলে দুজন আহত হয়। তার আগের দিন বোমা বিস্ফোরণে চকবাজারে ২ জন নিহত হয়।

error: Alert: Due to Copyright Issues the Content is protected !!