১৬ নভেম্বর ১৯৭১ঃ আন্তজার্তিক
মার্কিন মুখপাত্র
মার্কিন মুখপাত্র চার্লস ব্রে বলেছেন যুক্তরাষ্ট্র পূর্ব পাকিস্তান সমস্যার ব্যাপারে উভয় দেশ সম্মত হতে পারে এমন যেকোনো বেবস্থাকে সমর্থন জানাবে তবে তারা নিজস্ব কোন প্রস্তাব দেবে না। নিরাপত্তা পরিষদে প্রস্তাব উত্থাপনের আগেই তার দেশ ঘরোয়া ভাবে বিষয়টি নিস্পত্তির চেষ্টা করছে। তিনি বলেন পূর্ব পাকিস্তানে গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহের পরিস্থিতি ভাল হয়েছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্র প্রতিনিধি বুশ বলেন তার দেশ জাতিসংঘের মাধ্যমে সেখানে খরচ করার জন্য আরও ৫ লাখ ডলার দিয়েছে।
চীনা সাহায্য
করাচীস্থ চীনের কন্সাল জেনারেল মিয়াও চিউ জুই পাকিস্তান বনিক সমিতির প্রশাসক আশ্রাফ তাবানির সাথে এক বৈঠকে জানান পাকিস্তান আক্রান্ত হলে চীন সাহায্যের জন্য এগিয়ে আসবে। তিনি বলেন সম্প্রতি পাকিস্তান প্রতিনিধিদলের চীন সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন পূর্ব পাকিস্তান সমস্যা পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার এ ব্যাপারে যা যা করার দরকার পাকিস্তান নিজেরাই করবে। অন্য কোন দেশের এই ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত নয়। তিনি বলেন চীন পাকিস্তান বন্ধুত্ব পরীক্ষিত। এভাবেই প্রমানিত হয়েছে যে কোন শক্তি পাকিস্তান চীনের বন্ধুত্ব নষ্ট করতে পারবে না।