১৫ নভেম্বর ১৯৭১ঃ পশ্চিম পাকিস্তানী নেতৃবৃন্দ
ইব্রাহিম খান
প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের বিশেষ দূত ও আজাদ কাশ্মীরের প্রশাসক ইব্রাহিম খান তিউনিসে বলেন, পূর্ব পাকিস্তানের সমস্যার সমাধান কল্পে ইয়াহিয়া ইন্দিরা শীর্ষ বৈঠক করতে আগ্রহী কিন্তু ইন্দিরা গান্ধী তা নাকচ করে দিয়েছেন। তিনি বলেন সকল আরব দেশের নেয় তিউনিশিয়া পাকিস্তানের পাশে আছে।
কাওসার নিয়াজি
তড়িঘড়ি করে লাহোরে এক সাংবাদিক সম্মেলনে পিপিপ ধর্ম বিষয়ক সম্পাদক কাওসার নিয়াজি বলেছেন তার দল পূর্বাংশের সমমনা দের নিয়ে গ্র্যান্ড কোয়ালিশন করবেন। ৬ দল যদি তাদের সাথে থাকতে চায় তবে আদর্শ ও কর্মসূচীর ভিত্তিতে তা করা যেতে পারে। তিনি নুরুল আমীনের গত কয়েকদিনের বক্তব্য এর সমালোচনা করে তিনি বলেন তিনি কুচক্রী দ্বারা পরিবেষ্টিত এবং তিনি কিছু অদ্ভুত প্রশ্নের অবতারনা করছেন।