১৫ নভেম্বর ১৯৭১ঃ লোকসভায় ইন্দিরা গান্ধী
ভারতের লোকসভার শীতকালীন অধিবেশনের উদ্বোধনী দিনে ইন্দিরা গান্ধী বলেন বিপদ আসন্ন নয় উপস্থিত। দলমত নির্বিশেষে সর্বশক্তি দিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদের এই বিপদ মোকাবেলা করতে হবে। বিশ্ববাসীর বিলম্ব সিদ্ধান্তের জন্য ভারত বসে থাকতে পারে না। বাংলাদেশ সমস্যার প্রভাবে আগত শরণার্থীদের দায় আমাদের তাই সিদ্ধান্ত আমাদেরই নিতে হবে। তিনি বলেন বাংলাদেশের জনগনের সংগ্রামের প্রতি আমাদের শ্রদ্ধা ও সমর্থন আছে এবং থাকবে। তিনি বলেন বাংলাদেশ সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত সীমান্তে সৈন্য প্রত্যাহারের প্রশ্নই আসে না। কারন এর সাথে আমাদের দেশের অখণ্ডতা ও নিরাপত্তার প্রশ্ন জড়িত আছে। তিনি বলেন তাহার বিদেশ সফর ফলপ্রসূ হয়েছে। এখন সকল দেশই শেখ মুজিবের মুক্তি এবং নির্বাচিত গন প্রতিনিধিদের বাঞ্ছিত রাজনৈতিক সমাধানের জন্য পাক সরকারের উপর চাপ সৃষ্টি করছে। ইন্দিরা বলেন বাংলাদেশ স্থায়ী হতেই এসেছে পৃথিবীর এমন কোন শক্তি নাই যাহা এই বাস্তব অবস্থাকে পালটাইতে পারে।