শরণার্থীরা স্বদেশে অদূর ভবিষ্যতেই ফিরবে-তাজুদ্দিন আহমেদ
২৩শে নভেম্বর, প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ আজ স্বাধীন বাংলা বেতার থেকে জাতির উদ্দেশ্যে এক ভাষণে পশ্চিমা দেশের তীব্র সমালােচনা করে বলেন, “এশিয়ার মানুষকে তারা মানুষের মর্যাদা দেবার চেয়ে স্থিতিশীলতার চিন্তাকে পূজো করছে। তিনি একটি দেশের উল্লেখ করে বলেন, “ভারতে শরণার্থীদের চিরদিনের জন্য স্থান দেওয়ার কথা যারা বলেন, তাদের জেনে রাখা উচিত শরণার্থীদের সসম্মানে ও মর্যাদা সহকারে স্বদেশে ফেরার জন্মগত অধিকার আছে এবং তারা অদূর ভবিষ্যতেই ফিরবে।” প্রধানমন্ত্রী বেতার ভাষণে পাক শাসকচক্রের সমালােচনা করে বলেন, “ইতিহাস থেকে মানুষ যদি। কোন শিক্ষা গ্রহণ করে তাকে তা হচ্ছে জনগণের ইচ্ছাকে তুচ্ছ করা যায় না, বিরাট শক্তিধর রাষ্ট্রও মুক্তি সংগ্রাম দমন করতে পারেনি।”
তিনি বলেন, “বাংলাদেশের মুক্তিযুদ্ধের ভয়াবহতা থেকে বিশ্বের দৃষ্টি অন্যত্র ফেরানাের অপচেষ্টা ও নিজেদের ব্যর্থতা লুকাতে চাইছে পাকবাহিনী কিন্তু এইসব উদ্দেশ্য জঙ্গীচক্রের সফল হবে না। কেননা অপরাধ আরাে ধ্বংসের পথে নিয়ে যায়।” প্রেসিডেন্ট নিক্সনের তথ্যানুসন্ধানদল পাঠাবার প্রস্তাব প্রসঙ্গে বলেন, “মার্কিন সরকার এই অভিসন্ধি থেকে যাই লাভের ইচ্ছা করুক না কেন আমাদের দেশকে স্বাধীন এবং যে ধরনের সমাজ চাই তার কোন হেরফের করা হবে না।” তিনি বাংলাদেশের জনগণকে চূড়ান্ত আঘাত হানার জন্য তাদের মিলিত শক্তি দিয়ে আঘাত হানার জন্য প্রস্তুত থাকতে বলেছেন।
বিপ্লবী বাংলাদেশ ॥ ১: ১৫ ॥ ২৮ নভেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪