You dont have javascript enabled! Please enable it! 1971.11.26 | বিশ্ব সমাজ ব্যর্থ হলে শরণার্থীদের ফেরার ব্যবস্থা ভারতকেই করতে হবে - সংগ্রামের নোটবুক

বিশ্ব সমাজ ব্যর্থ হলে শরণার্থীদের ফেরার ব্যবস্থা ভারতকেই করতে হবে

(দিল্লী প্রতিনিধি প্রেরিত) ভারতের প্রতিরক্ষা মন্ত্রী শ্রীজগজীবন রাম এক জনসমাবেশে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘােষণা করেন যে, নিরাপত্তা ও সম্মানের সাথে ভারতে অবস্থানরত শরণার্থীদের বাংলাদেশে ফিরে যাওয়ার পথ প্রশস্ত করতে বিশ্বরাষ্ট্র সমূহ অপরাগ হলে শরণার্থীদের দেশে পাঠানাের জন্য ভারত “যথােপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে। সমাবেশে বক্তৃতা প্রসঙ্গে শ্রীজগজীবন রাম বলেন, ভারত যুদ্ধ চায় না। কিন্তু কেবলমাত্র শরণার্থীদের স্বদেশে ফিরে যাবার শর্ত পূরণ হলেই ভারত সীমান্ত থেকে সৈন্য সরাবে। ভারত আত্মরক্ষার জন্য সীমান্তে সৈন্য সমাবেশ করার পর প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের সুর কিছুটা নরম হয়েছে বলে তিনি মন্তব্য করেন। শ্রী জগজীবন রাম বলেন, “বহু-বিঘােষিত” চীন সফর থেকে মি: ভুট্টো খালি হাতে ফিরে এসেছেন।

জয়বাংলা (১) ॥ ১: ২৯ ॥ ২৬ নভেম্বর ১৯৭১

সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪