ভলেন্টিয়ার কোরের উদ্যোগে ১৫ বেডের আধুনিক হাসপাতাল
বাংলাদেশ ভলেন্টিয়ার সার্ভিস কোরের উদ্যোগে করিমপুরে ১৫ বেডবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্টিত হয়েছে। হাসপাতাল উদ্বোধন করেন কোরের চেয়ারম্যান ব্যারিস্টার আমিরুল ইসলাম (জাতীয় পরিষদ সদস্য) জনাব ইসলাম উদ্বোধন অনুষ্ঠানে বলেন, চিকিৎসার ব্যাপারে এই হাসপাতাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। হাসপাতালের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও দক্ষতার উপরেই হাসপাতালের সাফল্য নির্ভর করছে। সুষ্ঠভাবে হাসপাতালে পরিচালনায় জন্য স্থানীয় শরণার্থীদের সহযােগিতা কামনা করেন। এখানে উল্লেখযােগ্য যে করিম পুর ভলেন টিয়ার কোরের হাসপাতালের ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মী সবাই বাংলাদেশের নাগরিক। হাসপাতালের পর্যবেক্ষণের দায়িত্ব নিয়েছে বাংলাদেশের জন প্রতিনিধিত্বশীল ব্যক্তিগণ। এই হাসপাতাল থেকে কয়েক লক্ষ শরণার্থী উপকৃত হবেন বলে জানা গেছে।
উত্তাল পদ্মা ॥ ১:১ # ২৪ নভেম্বর ১৯৭১
সূত্র : গণমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ – খন্ড – ০৪